নানা রঙের ফুলে সেজেছে সুইডেন

নানা রঙের ফুলে সেজেছে সুইডেন

নানা রঙের ফুলে সেজেছে ইউরোপের দেশ সুইডেন। ড্যাফোডিল, টিউলিপসহ চেরি ফুলের সাদা গোলাপি আভায় ঝলমল করছে দেশটি। করোনা মহামারির মাঝেও চলছে উৎসব আমেজ।

শীতপ্রধান দেশ সুইডেনে শীতকে বিদায় দিয়ে বসন্তের আগমন জানান দেয় নানা রঙ্গের ফুল ফোটার মধ্য দিয়ে। তবে সবচেয়ে আকর্ষণ সাদা ও গোলাপি চেরি ফুল। প্রতি বছর মার্চ এপ্রিলে ক্ষণিকের জন্য আসা এই চেরি ফুল সুইডেনের বসন্তকে আরো আকর্ষণীয় করে তোলে।

সুইডেনের স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। চারদিকে বিভিন্ন রঙের ফুলে প্রকৃতি যেন অন্যরকম এক রূপ ধারণ করে।

এক পর্যটক বলেন, বছরের এই সময়টা তো বারবার আসে না। কয়েক দিনের মতো থাকে এই ফুলগুলো। আমরা প্রতি বছর এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসি।

এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই অপেক্ষা করেন স্থানীয়সহ বিভিন্ন দেশের পর্যটকরা। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই ছবি তুলে স্মরণীয় করে রাখেন সুন্দর মুহূর্তটি।

ফুলের এই সৌন্দর্যের টানে সুইডেনের জনগণ কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে চান ভয়াবহ করোনা মহামারি।

শীত শেষে সুইডেনে বইছে বসন্তের হাওয়া। নানা রঙ্গের ডেফোডিল আর টিউলিপের সঙ্গে ক্ষণিকের ফোটা চেরি ফুল এ মহামারিতে জনমনে নিয়ে এসেছে প্রশান্তির ছোঁয়া।

আপনি আরও পড়তে পারেন