রাজধানীতে ৫৬ কেজি গাঁজাসহ ১টি ট্রাক জব্দ, গ্রেফতার ২

রাজধানীতে ৫৬ কেজি গাঁজাসহ ১টি ট্রাক জব্দ, গ্রেফতার ২

মো.শাহিন বিশেষ প্রতিনিধি

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র‌্যাব-১০ এর সদস্যরা। 
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আব্দুল হালিম (৪১) ও ২। মোঃ শরিফ আহমেদ (৪০) 

শুক্রবার (৭ মে) যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায়র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক, ০২ টি মোবাইল ফোন ও নগদ- ৯,৯০০/-(নয় হাজার নয়শত) টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১০ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন