জগন্নাথপুরে কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হত-দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ

জগন্নাথপুরে কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হত-দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন ” কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থা ” এর পক্ষ থেকে হত-দরিদ্র মানুষের মধ্যে রমজান এর উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 


উন্নত বিশ্বের অন্যতম দেশ স্পেনে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর বাসিন্দা তরুণ সমাজসেবীদের  হাতে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থা ” এর সদস্যরা সিয়াম সাধনার  মাস পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে  দুস্থ সহায় সম্বলহীন মানুষকে সহযোগিতা করার প্রত্যয়ে “ কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থা ” এর পক্ষ থেকে দেশে অবস্থানরত স্পেন প্রবাসী  কলকলিয়া সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা সচিব মির্জা সালাম ১১ ই মে  রোজ মঙ্গলবার  অত্র ইউনিয়ন এর বিভিন্ন গ্রামের  ১০০(এক শত) জন মানুষের  মাঝে রমজান এর উপহার নগদ অর্থ বিতরণ করেছেন। 


এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হাই, মোঃ আব্দুস সালাম, সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ নূর আহমদ,  কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মির্জা মোঃ আব্দুল লতিফ, মোঃ ছবির মিয়া, মোঃ সাদিকুর রহমান নান্নু, মোঃ মুক্তার হোসেন, মোঃ জহিরুল ইসলাম লেবু, মোঃ জাকারিয়া  হোসাইন, আবুল হক ও মোঃ মোজাম্মেল হক প্রমূখ। 


বর্তমানে বাংলাদেশে অবস্থানরত স্পেন প্রবাসী কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সচিব মির্জা সালাম বলেন, আমাদের সংগঠন এর সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কলকলিয়া সমাজ কল্যাণ সংস্থার  পক্ষ থেকে হতদরিদ্র ১০০ জন মানুষের  মাঝে রমজান এর উপহার স্বরূপ নগদ অর্থ বিতরণ করেছি। অদূর ভবিষ্যতেও এরকম কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প রয়েছে। তিনি আরও বলেন, এই সংগঠন এর পক্ষ থেকে  দেশ-বিদেশে অবস্থানরত সকলকে জানাই রমজানুল মোবারক ও অগ্রিম ঈদুল ফিতর এর শুভেচ্ছা। 

আপনি আরও পড়তে পারেন