সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে দোহার প্রেস ক্লাবের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে দোহার প্রেস ক্লাবের মানববন্ধন

সাইফুল ইসলাম। 


প্রথম আলোর  সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে ঢাকার দোহারের দোহার প্রেসক্লাবের আয়োজনে বিকেল ৫টায় উপজেলার রতন চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।
 বুধবার বিকেল ৫টায়  প্রেসক্লাবেরব্যানারে  অনুষ্ঠিত এই কর্মসূচিতে দোহারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এসময় উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের আহ্বায়ক তারেক রাজীব, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান,যুগ্ন আহ্বায়ক সোহেল রানা ও আবু নাঈম, দৈনিক আগামীর সময় পত্রিকার সহকারী সম্পাদক আবুল হাসেম ফকির, অলি আহমেদ, একাত্তর টিভির ঢাকা দক্ষিণের প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক আতাউর রহমান সানি, কাজী জুবায়ের, সাইফুল ইসলাম, সুজন হোসেন, মহিউল ইসলাম পলাশ, জুবায়ের হোসেন, কামাল হোসেন, শরীফ হাসান, আল আমীন হোসেন, মাকসুমুল মুকিম, তৌহিদ সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখেহেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্তমুক্তি দেওয়ার দাবি জানান সাংবাদকর্মীরা।
আরও বলেন, একের পর এক দুর্নীতির ঘটনা তুলে ধরার কারণেরোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোষানলে পড়েন। পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর জন্য হেনস্তা করে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

রোজিনাকে হেনস্তাকারী সচিবালয়ের সেই নারী সচিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন।ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলছেন। তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

আপনি আরও পড়তে পারেন