হত্যার হুমকি দেওয়া হয়েছিল দ.আফ্রিকার অধিনায়ককে

হত্যার হুমকি দেওয়া হয়েছিল দ.আফ্রিকার অধিনায়ককে

২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকেই পড়েছিল দক্ষিণ আফ্রিকা। 

সেই আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ড্যানিয়েল ভেট্টরির নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিপক্ষে ২১২ রানের টার্গেট তাড়া করে ব্যাট করতে নামেন ফাফ ডু প্লেসিসরা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৭২ রানে অলআউট হয় গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন আফ্রিকা।  

ওই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নেয় চোকার্স তকমা পাওয়া প্রোটিয়া দলটি। 

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ফাফ ডু প্লেসিস ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। 

সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসিস বলেন,  নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর আমি ও আমার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, যা আমি আর উচ্চারণ করতে চাই না।

আপনি আরও পড়তে পারেন