কক্সবাজারে রামুতে পুলিশের অভিযান : দেড় লক্ষ ইয়াবা সহ আটক-২

কক্সবাজারে রামুতে পুলিশের অভিযান : দেড় লক্ষ ইয়াবা সহ আটক-২

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ  কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে দেড় লক্ষ ইয়াবা টেবলেট সহ ২ ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ২৪ মে সকাল ১১টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামের নেতৃত্বে ডিবি ও রামু থানা পুলিশের যৌথ একটি টিম এ অভিযান চালায়।কক্সবাজারের  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বিষয়টি দৈনিক আগামীর সময়কে  নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, উল্লেখিত সময়ে রামু’র রাজারকুল ইউনিয়নের ঢালারমূখ ক্যান্টনমেন্ট স্কুলের সন্নিকটে বোটানিক্যাল গার্ডেনের সামনে রামু-মরিচ্যা সড়কে একটি টমটম গাড়ি থেকে ২ জন ইয়াবাকারবারীকে আটক করা হয়।একই টমটম গাড়িতে অভিনব কায়দায় ইয়াবাকারবারীদ্বয়ের রাখা ১৫ টি কার্টনের প্রতিটি থেকে ১০ হাজার পিচ করে মোট ১ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করেন এবং স্থানীয়  উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। আটককৃত ইয়াবাকারবারীদ্বয় হচ্ছে-উখিয়ার উপজেলার ওয়ালা পালং কড়ইবুনিয়া এলাকার রশিদ আহাম্মদের পুত্র আবুল হাসেম (২৩) এবং উখিয়ার কুতুপালং, ক্যাম্প নং-৬, ব্লক- এ/১১ এর আবু ছিদ্দিকের পুত্র রোহিঙ্গা মোঃ আলম (২১)। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম দৈনিক আগামীর সময়কে আরো জানান, আটককৃত ইয়াবাকারবারীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে রামু থানা থেকে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে তাদের আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন