পঞ্চগড়ে ট্রাক-বাইক সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি পাথরঘাটায় ম্যাগনেটিক পিলার সহ আবুল কালাম বয়াতী ( ৪০ ) নামের একজনকে আটক করেছে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড । গতকাল সােমবার ( ২৪ মে ) দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রাম থেকে আটক করা হয় । আবুল কালাম পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকার নুর মােহাম্মাদ বয়াতীর ছেলে । আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় পাথরঘাটা কোস্টগার্ড প্রেসব্রিফিংয়ের কোস্টগার্ড দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাে . ফাহিম শাহারিয়ার জানান ,আমরা গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র উপজেলার টাংরা গ্রামে সিমানা পিলার বিক্রি করছে । এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ম্যাগনেটিক পিলারসহ আবুল কালাম বয়াতীকে আটক করা হয় । তিনি আরাে জানান , আমরা এই সিমানা পিলারটির উপর ব্রিটিশ আমলের একটি মনােগ্রাম দেখে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি সিমানা পিলারটি অরিজিনাল । আটক আবুল কালাম বয়াতীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় সোপর্দ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় ম্যাগনেটিক পিলার সহ আবুল কালাম বয়াতী ( ৪০ ) নামের একজনকে আটক করেছে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড ।
গতকাল সােমবার ( ২৪ মে ) দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রাম থেকে আটক করা হয় । আবুল কালাম পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকার নুর মােহাম্মাদ বয়াতীর ছেলে ।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় পাথরঘাটা কোস্টগার্ড প্রেসব্রিফিংয়ের কোস্টগার্ড দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাে . ফাহিম শাহারিয়ার জানান ,আমরা গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র উপজেলার টাংরা গ্রামে সিমানা পিলার বিক্রি করছে । এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ম্যাগনেটিক পিলারসহ আবুল কালাম বয়াতীকে আটক করা হয় ।
তিনি আরাে জানান , আমরা এই সিমানা পিলারটির উপর ব্রিটিশ আমলের একটি মনােগ্রাম দেখে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি সিমানা পিলারটি অরিজিনাল । আটক আবুল কালাম বয়াতীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় সোপর্দ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন