বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

সাধন রায় লালমনিরহাট প্রতিনিধি;

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে মিলন ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার(২৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী সীমান্তে ৯২৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ মিলন ইসলাম আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে থাকেন।

গুলিবিদ্ধ মিলনকে স্থানীয়রা উদ্ধার করে আজ সকালে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তাকিন আলী।তিনি আরও জানান, ‘গুলিবিদ্ধ মিলনসহ বেশ কয়েকজন বাংলাদেশি আজ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানা এলাকায় অনুপ্রবেশ করেন। সেসময় ভারতের ১০০ বিএসএফ ব্যাটেলিয়নের পদ্মা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া ও গুলি করেন।এসময় পালাতে গিয়ে মিলন ইসলাম তার পিঠে গুলিবিদ্ধ হলে সহকর্মীরা তাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন।’

আপনি আরও পড়তে পারেন