ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় বর্জ্য রেখে অপসারণের কাজ পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় বর্জ্য রেখে অপসারণের কাজ পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

সৈয়দ মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি;  টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা এলাকার প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বর্জ্য রেখে অপসারণের কাজ পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

ব্যস্ততম পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এভাবে প্রতিদিন বর্জ্য রাখার ফলে আশেপাশে থাকা ব্যবসায়ী, ক্রেতা, বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রী, বিভিন্ন যানবাহন চালকদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এভাবে বর্জ্য রেখে অপসারণের ফলে অনেক রোগ ব্যাধিও বাড়ছে। এ বিষয়ে বাসস্ট্যান্ড এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন ঘাটাইল শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুরো পৌরসভার বর্জ্য রেখে অপসারণের ফলে আশেপাশের সাধারণ মানুষ, যাত্রী, ব্যবসায়ী এবং ক্রেতাদের নানা সমস্যায় পড়তে হয়। ময়লা অপসারণ করার সময় দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়। এতে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে, দুর্গন্ধের জন্য ক্রেতারা দোকানে আসতে পারছে না। আরেক ব্যবসায়ী বলেন, এভাবে প্রতিদিন বর্জ্য অপসারণের ফলে আমাদের অনেক অসুবিধা হয়। আমরা এর দ্রুত প্রতিকার চাই।
 সাধারণ মানুষ, ক্রেতা, যাত্রী ও সকল প্রকার যানবাহন চালকদের একটাই দাবি তারা এর দ্রুত প্রতিকার চান। যাতে তাদের সকল কাজে বিঘ্ন না ঘটে। এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল পৌর মেয়র মো: শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) বলেন, পৌর এলাকায় আর ময়লা-আবর্জনা রেখে অপসারণ করার জায়গা নাই। এজন্য সবাইকে সাময়িক অসুবিধা মেনে নিতে হবে। তিনি আরও বলেন, বর্জ্য রাখার অন্য জায়গা দেখিয়ে দেন আমরা সেখানে রেখে অপসারণ করব।

আপনি আরও পড়তে পারেন