নোবেলের বিরুদ্ধে মামলার তদন্ত করছে সিআইডি

নোবেলের বিরুদ্ধে মামলার তদন্ত করছে সিআইডি

সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সোমবার একটি মামলার আবেদন করেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।  পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের আস্ সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন তিনি।  মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জুলাই সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ইথুন বাবুকে ‘চোর’ বলে আখ্যায়িত করেন। তিনি লেখেন— ‘ইথুন বাবু একটা চোর।  অন্যের গান নিজের বলে চালায় দিসে’। তারই ফলে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। সেখানে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে তার একটি সাধারণ ডায়েরি গ্রহণ করে।

আপনি আরও পড়তে পারেন