বিরামপুরে দিনব‍্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বিরামপুরে দিনব‍্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ৫ জুন, শনিবার দিনব‍্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজাদা চৌধুরীর সঞ্চালনায় শনিবার সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, পোল্ট্রি খামারি খোরশেদ আলম মানিক, দুগ্ধ খামারী জেসমিন আরা প্রমূখ।
 উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টলগুলোতে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগী, কবুতর সহ বিভিন্ন জাতের পশুপাখি ও আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। স্থানীয় খামারি এবং গৃহপালিত পশুপাখি পালনকারীরা প্রদর্শনীর স্টলে অংশগ্রহণ করেন।
গৃহপালিত পশুপাখি পালনে এবং স্থানীয় খামারিদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন