ডিআইইউতে ‘রিসার্চ মেথোডোলজিস ইন আন্ডারগ্র‍্যাজুয়েট লেভেল’ শীর্ষক ওয়েবিনার

ডিআইইউতে 'রিসার্চ মেথোডোলজিস ইন আন্ডারগ্র‍্যাজুয়েট লেভেল' শীর্ষক ওয়েবিনার
জাফর আহমেদ শিমুল, সিনিয়র রিপোর্টার।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সিভিল বিভাগের আয়োজনে ‘রিসার্চ মোথোডোলজিস ইন গ্র‍্যাজুয়েট লেভেল’ শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনারের আয়োজিত হয়েছে। এবারের ওয়েবিনাররে জন্য টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘ইন্সটিটিউশনাল কোয়ালিটি এশিউরেন্স সেল’।
রবিবার (৬ জুন) রিসার্চ মেথোডোলজিস অ্যাট গ্র‍্যাজুয়েট লেভেল’ শীর্ষক এ ভার্চুয়াল ওয়েবিনারটি অনলাইন প্ল্যাটফর্মে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) আয়োজন করে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, (এমপি) এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
উক্ত ওয়েবিনার এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপ-উপাচার্য অধ্যাপক ড.গণেশ চন্দ্র সাহা।
কি-নোট স্পিকার হিসেবে ছিলেন সিভিল বিভাগের সহকারী-অধ্যাপক মোঃইমরান হোসেন এবং এ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিভিল বিভাগের প্রভাষক প্রান্ত রয়।
উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সিভিল বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থীদের রিসার্চ(গবেষণা) কাজে সহায়ক ভূমিকা পালনের উদ্দ্যেশ্যেই এ ওয়েবিনার(মতবিনিময় সভা)টি ডিআইইউ কতৃপক্ষ আয়োজন করেন।
ওয়েবিনারের প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড.গণেশ চন্দ্র সাহা বলেন, ‘সিভিল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা রিসার্চ করার সময় বিভিন্ন রকম ‘বিষয়’ নির্ধারণ করে দেওয়া হয় যেমনঃ স্ট্রাকচার,এনভায়রনমেন্ট,
ওয়াটার রিসোর্স বা যেই যেটাতেই থিসিস করুক গভীর ভাবে গবেষণা করে গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং যে শিক্ষকের সুপারভিশনে রিসার্চ করবে তাঁর কাছ থেকে প্রতিনিয়ত ভুল-ভ্রান্তি সংশোধন, পরিবর্তন-পরিবর্ধন করিয়ে নিলে এগিয়ে যাবে বলে মনে করি।’
ওয়েবিনারের শেষভাগে সমাপনী বক্তব্যে সিভিল বিভাগের চেয়ারম্যান মাহ্ফুজুর রহমান বলেন, ‘সিভিল বিভাগের চেয়ারম্যান বলেন, ‘এবস্ট্রাক্ট বা রিসার্চ লেটার লিখার ক্ষমতা থাকতে হবে।
তিনি জানান একটি সাইট সুন্দর ভাবে পর্যবেক্ষণের পরে কিভাবে সুন্দর করে তথ্যবহুল রিপোর্ট তৈরী করা যায় যা খুবই জরুরী।
রেফারেন্স গুলো সম্পর্কে সঠিকভাবে জানতে হবে ও নির্ভুলভাবে রিসার্চ প্রতিবেদনে যত্নসহকারে উল্ল্যেখ করে দিতে হবে।’

আপনি আরও পড়তে পারেন