নবাবগঞ্জে মহিলা আওয়ামীলীগ নেত্রীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জে মহিলা আওয়ামীলীগ নেত্রীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন বকচর এলাকার বাসিন্দা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী “সাথী রুবী রহমান তার উপর হামলার প্রতিবাদে” মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাব  সভা কহ্মে   সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘসময় ধরে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। আমার এলাকার বিএনপি জামাতের মদতপুষ্ট কতিপয় প্রভাবশালী নুরু পত্তনদার সহায়তায়,গত শুক্রবার সকালে নয়নশ্রী ইউনিয়ন বিপ্রতাশুল্যা এলাকার শান্তা আক্তার ও মিতু সুলতানা আমার ক্রয়কৃত জমির মাটি জোর পূর্বক কাটতে গেলে আমি বাধা দেই। দুপুর ১২ টায়, শান্তা ও মিতু কাঠের লাঠি ছুরি নিয়ে আমার উপর হামলা করে। বিষয়টি আমি সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পলাশ চৌধুরীসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দকে মুঠোফোনে অবগত করি। কিন্তু তারা এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায়, আমি নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি। দেশের একজন সাধারন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে ন্যায় বিচার কামনা করছি। এJ বিষয়ে নুরু পত্তনদার বলেন, আমি এই হামলার বিষয়ে কিছু জানি না পরে জানতে পেরেছি। নবাবগঞ্জ পুলিশ সূত্র জানায়, এ হামলার বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

আপনি আরও পড়তে পারেন