অষ্টগ্রামে নির্মাণের ২০দিনেই ধ্বসে পড়েছে পানি নিষ্কাশন ড্রেন।

অষ্টগ্রামে নির্মাণের ২০দিনেই ধ্বসে পড়েছে পানি নিষ্কাশন ড্রেন।

আতাউল গণি,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণের ২০দিন পরই ধ্বসে পড়েছে পানি নিষ্কাশনের ড্রেন। উপজেলার কাস্তুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মসজিদজাম গ্রামের রিমন মিয়ার বাড়ী হতে বিশ^ মাষ্টারের বাড়ী পর্যন্ত ৪১ মিটার দৈর্ঘ্য পানি নিষ্কাশনের এ ড্রেন লোকাল গর্ভন্যান্স সার্পোট (এলজিএসপি-৩) প্রকল্পের অধীন ২০২০-২০২১ অর্থ বছরের ৩লক্ষ ৮হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেন প্রকল্প বাস্তবায়ন কমিটি।

স্থানীয় সূত্রে জানা যায় এলাকার পানি নিষ্কাশনের এটি একমাত্র ড্রেন। নির্মানের পর পরই এত অল্প সময়ের মধ্যে এ ড্রেন ভেঙ্গে পড়ায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এলাকাবাসী জানান যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে তাতে এত নি¤œমানের কাজ হওয়ার কথা নয়। খুবই নি¤œমানের কাজ করেছে বলে সংশ্লিষ্টদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী,ঠিকাদার,ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্যকে দায়ী করেন। নাম মাত্র মূল্যে অতি নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কোন রকমে কাজ করে অবশিষ্ট টাকা ভাগভাটোয়ারা করে হাতিয়ে নিয়েছে বলে তাদের প্রতি তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এলাকাবাসী আরও জানান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে । অভিযোগের প্রেক্ষিতে এত্দবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে উপজেলা নির্বাহী অফিসার আশ^াস দেন।

ইউপি সদস্য জানান নির্মাণের পরপরই অতিবৃষ্টি হওয়ায় ড্রেনটি ভেংগে পড়েছে। অতি তাড়াতাড়ি ড্রেনের ভাঙ্গা অংশ মেরামত করে দেব।

ইউপি চেয়ারম্যান সাইফুর হক রন্টি জানান এহেন কর্মকান্ডে আমি আন্তরিকভাবে দুঃখিত । আমি সরেজমিনে পরিদর্শন করেছি। যথাশিঘ্রই পুণঃনির্মানের ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম জানান, এলাকাবাসী আমাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

আপনি আরও পড়তে পারেন