মোহামেডানের অধিনায়ক শুভাগত হোম

মোহামেডানের অধিনায়ক শুভাগত হোম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিবকাণ্ডে হতভম্ব বাংলাদেশ ক্রিকেট। যে ঘটনা বিশ্বক্রিকেটেও আলোচনার জন্ম দিয়েছে।

লাথি মেরে উইকেট ভাঙা, উইকেট উপড়ে নিয়ে আছাড় মারা, আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে তর্ক এবং ডাগআউটের অশালীন অঙ্গভঙ্গি করে তাদের কোচ খালেদ মাহমুদের দিকে তেড়ে যাওয়ার মতো বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন সাকিব।

এ ঘটনায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে জাতীয় দলের তারকা এ ক্রিকেটারকে।

অর্থাৎ মোহামেডানের অষ্টম থেকে দশম রাউন্ড পর্যন্ত ম্যাচগুলো খেলতে পারবেন না সাকিব। সব ঠিক থাকলে প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে ফিরবেন তিনি।

সাকিবের অনুপস্থিতিতে মোহামেডানের অষ্টম রাউন্ডের ম্যাচে অধিনায়কত্ব করছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম।

রোববার বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেছেন আবাহনীর বিপক্ষে জয়ের নায়ক শুভাগত।

প্রথম অধিনায়কত্বে টসভাগ্যে হেরেছেন। ডিওএইচএস অধিনায়ক মোহাইমিনুল খান সৌরভ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৫ ওভারে মোহামেডানের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। ডানহাতি ওপেনার আব্দুল মজিদ ২৯ বলে ২৯ ও তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন ১৫ বলে ১৪ রান করে আউট হয়েছেন। ইরফান শুক্কুর খেলছেন ১০ রানে।

আপনি আরও পড়তে পারেন