নবাবগঞ্জে মাস্ক না পড়ায় অর্থদণ্ড

নবাবগঞ্জে মাস্ক না পড়ায় অর্থদণ্ড
স্টাফ রিপোর্টার:
করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় জনগণকে সতর্কবার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন৷ মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে বুধবার (২৩ জুন) উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঐ এলাকার বাজারে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় ৮ জনকে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল প্রতিবেদককে জানান, মাস্ক না পড়ে ঘুরাফেরা করার দায়ে ৮ জনকে ২৮০০ টাকা অর্থদণ্ড দেন৷ এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  মাস্ক বিতরণ করা হয়৷ এই অভিযান চলমান থাকবে। সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি৷

আপনি আরও পড়তে পারেন