সাগরে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজার সমুদ্রের কবিতা চত্বর পয়েন্টের সাগরে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ স্কুলছাত্রের নাম ইশরার হাসনাইন আবরার (১৭)। সে গোলদীঘির পাড় এলাকার আমান উল্লাহর ছেলে ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
১ মিনিটে পড়ুন
লাইফগার্ডের কর্মী মোহাম্মদ সিরু বলেন, রোববার (২৭ জুন) সকাল আটটার দিকে ইশরার হাসনাইন অপর তিন বন্ধুসহ সৈকতের শৈবাল পয়েন্টের কবিতা চত্বর এলাকায় গোসলে নামে। এ সময় ঢেউয়ের ধাক্কায় একজন সহপাঠী ভেসে গেলে তাকে উদ্ধার করতে নামে ইশরার। তখন স্রোতের টানে ইশরার নিখোঁজ হয়। লাইফগার্ডের কর্মীরা সাগরে নেমে একজনকে উদ্ধার করলেও ইশরার নিখোঁজ রয়েছে। 

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মোক্তার আহমদ বলেন, সকালে স্কুলের চার শিক্ষার্থী ফুটবল খেলতে সৈকতে নামে। ফুটবল খেলা শেষে উত্তাল সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়েছে স্কুলছাত্র ইশরার। সে দশম শ্রেণির বিজ্ঞানের মেধাবী ছাত্র। 

টুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের তৎপরতা চলছে। সমুদ্র উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। 

কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদত হোসেন বলেন, দুপুর থেকে সাগরে জোয়ার শুরু হয়েছে। এ কারণে তল্লাশি অভিযান চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। সাগরে ভাটা শুরু হলে পানি কমে যাবে, তখন আবার জোরালোভাবে তল্লাশি অভিযান শুরু হবে।
https://www.youtube.com/watch?v=zgTvFUlyUSM

আপনি আরও পড়তে পারেন