বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় লকডাউনে স্বাস্হ্য বিধি অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খুলা রাখা, অস্লিল বিডিও রাখা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রির জন্য মজুদ রাখার দায়ে ৮ টি প্রতিষ্টানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ২৩ জুন  দুপুর ২ ঘটিকার দিকে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ ও উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

এ সময় ওই এলাকায় অশ্লীল ভিডিও রাখার দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করে হার্ডডিস্ক জব্দ করা হয়। আরেকটি দোকান থেকে দুই বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করে ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া স্বাস্থ্যবিধি ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জরুরি নয় এমন ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখায় পরিচালকদের পৃথকভাবে জরিমানা করা হয় ৩ হাজার ৫০০ টাকা।

আপনি আরও পড়তে পারেন