শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে এ্যাডভান্স ট্রেইলার্স ও ব্যাগ বাজারকে পাঁচ হাজার টাকা জরিমানা

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে এ্যাডভান্স ট্রেইলার্স ও ব্যাগ বাজারকে পাঁচ হাজার টাকা জরিমানা
জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
করোনা সংক্রমণরোধে জারি করা কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করার দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সিরাজ প্লাজার এ্যাডভান্সড ট্রেইলার্সে ২৫’শ ও ব্যাগ বাজারকে ২৫’শ টাকা টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন।
লকডাউন বাস্তবায়ন ও কার্যকরি করতে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে সেনাবাহিনী,  বিজিবি, পুলিশ আনসার সদস্যরা কঠোর অবস্থানে থেকে সোমবার সকাল থেকে উপজেলা পৌর সদরসহ বিভিন্ন হাট বাজারসহ অলিগলিতে ঘুরে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পরার জন্য আহবান জানান।
সরকারের নির্দেশনা গুলো মেনে চলার জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা শাহজাদপুরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিয়মিত  মাস্ক পরুন। তিনি আরোও বলেন  সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন