অগ্রণী ব্যাংকের নির্মাণাধীন ভবনসহ ২১ স্থাপনায় ৪ লাখ টাকা জরিমানা

অগ্রণী ব্যাংকের নির্মাণাধীন ভবনসহ ২১ স্থাপনায় ৪ লাখ টাকা জরিমানা

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ছয় জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও করপোরেশনের সম্পত্তি বিভাগের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো ২২০টি ভবন ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ২১টি ভবন মালিককে সর্বমোট ২১ মামলায় ৪ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

রোববার (১১ জুলাই) করপোরেশনের ২-৫, ৯ ও ১০ নম্বর অঞ্চলের আনিকরা ও সম্পত্তি বিভাগের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বনশ্রী, আগামসি লেন, সেগুনবাগিচা আরামবাগ, বকশিবাজার, বিবির বাগিচা, ছনটেক, দক্ষিণ দনিয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন