ঘাটাইলে করোনা প্রতিরোধে পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারণা

ঘাটাইলে করোনা প্রতিরোধে পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারণা

সৈয়দ মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল)  প্রতিনিধি:করোনা ভাইরাস সংক্রমনরোধে সরকার আরোপিত কঠোর বিধি-নিষেধ নিশ্চিত করার লক্ষ্যে মসজিদ ভিত্তিক সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে ঘাটাইল থানার পুলিশ।

গতকাল শুক্রবার জুম্মার নামাযের খুতবার পূর্বে  ঢাকা রেঞ্জ পুলিশ এর উদ্ভাবনী উদ্যোগ মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ হিসেবে ঘাটাইল থানা জামে মসজিদে সচেতনতামূলক বক্তব্য রাখেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকছুদুল আলম বলেন, ঘাটাইল থানা করোনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আমরা অভিযান পরিচালনা করছি আমরা যদি ব্যক্তিগতভাবে সচেতন না হয় তাহলে অনেক সমস্যা হতে পারে, সচেতনতা সৃষ্টি, জরুরি প্রয়োজন এ ছাড়া ঘরে বাইরে বের না হওয়া, হাট-বাজার চায়ের দোকানে আড্ডা বা গল্প না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়িয়ে চলা। সাধ্যমতো পুষ্টিকর খাবার গ্রহণ, করোনা মহামারিতে নিঃস্ব, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বার বার সাবান দিয়ে হাত ধোয়া। কারও জ্বর, সর্দি, কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা পরীক্ষা করাসহ জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই সুরক্ষা সামগ্রী যথাযথ ব্যবহার এবং সরকার আরোপিত বিধিনিষেধ পালনের জন্য পুলিশ কর্মকর্তারা এ বক্তব্য প্রদান করেন।

আপনি আরও পড়তে পারেন