কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন এম,পি আনার

কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন এম,পি আনার
ইমরান হোসেন
ঝিনাইদহ কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাস ভর্তি রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যসেবা প্রশাসনকে আজ ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম পি মহাদয়।
১১/০৭/২০২১ রবিবার সকাল ১০ টার সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১০ টা অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন স্বাস্থ্যসেবা প্রশাসনের কাছে।
অক্সিজেন সিলিন্ডার প্রদানের সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, এস, এম, জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। এবং কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব, মোঃ আশরাফুল আলম (আশরাফ), কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শিবলী নোমানী-সহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অক্সিজেন সিলিন্ডার প্রদানের সময়
ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব, মোঃ আনোয়ারুল আজীম (আনার) এম পি মহাদয় তিনি বলেন করোনাকালীন এই দুর্যোগের মধ্যেও হাসপাতালের চিকিৎসা সেবার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তিনি রোগীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে অতিসত্ত্বর হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপনের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন।
তাঁর পাশাপাশি কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ
মহাদয় তিনি বলেন প্রয়োজনে আরও অক্সিজেন সিলিন্ডারের কালীগঞ্জ পৌরসভা সংরক্ষণ করা আছে। সেগুলো সরবরাহ করার ব্যাপারেও আশ্বস্ত করেন।

আপনি আরও পড়তে পারেন