টিকার অগ্রগতি নিয়ে সংসদীয় কমিটির বক্তব্য সঠিক নয়

টিকার অগ্রগতি নিয়ে সংসদীয় কমিটির বক্তব্য সঠিক নয়

করোনাভাইরাসের টিকা সংগ্রহের গতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ‘অসন্তুষ্টি’ প্রকাশ করার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তারা (সংসদীয় স্থায়ী কমিটি) বলছেন, টিকা স্লো আসছে, আসলে এটা ঠিক নয়। সোমবার (১২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, বিভিন্ন দেশে এখনও টিকা আসেনি। আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল, সেটা হয়েছিল ভারতের পরিস্থিতির কারণে। আমরা এটা খুব ভালোভাবেই মোকাবিলা করেছি, এখন তো স্মুথ।

রোববার (১১ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে টিকা আমদানি নিয়ে আলোচনা হয়। সেখানে টিকা সংগ্রহের গতিতে ‘অসন্তুষ্টি’ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় স্থায়ী কমিটি বলেছে, টিকা আসার যে গতি, তাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে টিকা দিতে ২০২৪ সাল লেগে যেতে পারে। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, টিকা আনার অগ্রগতি নিয়ে আমরা আগেই অসন্তোষ প্রকাশ করেছি। এখনকার গতি নিয়ে সন্তুষ্টির কিছু নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার লজিস্টিও দেখতে হবে। আপনি এক দিনে এক কোটি লোককে টিকা দিতে পারবেন না। এটা সম্ভব না। আমরা প্রায় দুই থেকে আড়াই লাখ দেই, এটা খারাপ না।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। ড. মোমেন বলেন, ওনারা যেটা বললেন, প্রসেস স্লো, সেটা হেলথ মিনিস্ট্রিকে জানালে ভালো। আমাদের সেই দায়দায়িত্ব নেই। টিকা সংগ্রহের দায়দায়িত্ব আমাদের নয়।

আপনি আরও পড়তে পারেন