দোহারে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

দোহারে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

দোহার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচি জি.আর এর আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ, অসহায় ও গৃহহীন ৫৪ পরিবারের মাঝে ঢেউটিন ও প্রত্যেককে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা-১ আসনের সাংসদ এবং প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাংসদীয় কোঠায় এ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

অপরদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে দোহার উপজেলার ৮টি ইউনিয়নের ৫ হাজার ৬’শ পরিবারের মাঝে নগদ ৫’শ টাকা করে বিতরণ করার জন্য প্রত্যেক ইউনিয়ন চেয়াম্যানের নিকট সাড়ে তিন লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাইদ, উপজেলার ৮টি ইউনিয়নের চেয়াম্যান ও উপজেলা পরিষদের বিভন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন