নবীগঞ্জে করোনাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এসিল্যান্ড উত্তম কুমার দাশ

নবীগঞ্জে করোনাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এসিল্যান্ড উত্তম কুমার দাশ

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর পরিশ্রম করছেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ । জনগনকে সচেতন করতে দিনরাত ছুটছেন তিনি বিভিন্ন এলাকায়। হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয় দেখভাল করছেন। বিভিন্ন টহল টিম নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাতেও তার উপস্থিতি প্রশংসা পাচ্ছে স্থানীয়ভাবে।

সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই নানা পদক্ষেপ নিচ্ছেন এসিল্যান্ড উত্তম কুমার দাশ।তিনি পৌরসভাসহ উপজেলার ১৩ টি ইউনিয়নে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন। সার্বক্ষণিক বাজার মনিটরিং করছেন। কঠোর পদক্ষেপের পাশাপাশি মানুষকে বুঝিয়ে ঘরে থাকার জন্য বলছেন।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, ‘আমাদের দিনরাত কাজ করতে হচ্ছে মানুষকে নিরাপদ রাখার জন্য। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনগনকে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিতে হচ্ছে। তাদের ঘরে থাকা নিশ্চিত করতে নিতে হচ্ছে পদক্ষেপ। অনেকে নির্দেশনা অমান্য করছেন, তাদের বারবার সতর্ক করতে হচ্ছে

আপনি আরও পড়তে পারেন