জেদ্দায় প্রবাসীদের কর্মস্থল পরিদর্শনে কনস্যুলেট কর্মকর্তারা

জেদ্দায় প্রবাসীদের কর্মস্থল পরিদর্শনে কনস্যুলেট কর্মকর্তারা

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে আল জাবারটি এজেন্সি (রিক্রুটিং এজেন্সি) ও বাইতুল আরব কোম্পানি পরিদর্শন করেছেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা।

বুধবার (২৮ জুলাই) জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলামের নেতৃত্বে এ দুটি প্রতিষ্ঠান পরিদর্শনে যান তারা।

শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম আল জাবারটি এজেন্সির চেয়ারম্যানের সঙ্গে প্রবাসীদের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

এছাড়াও বাইতুল আরব কোম্পানিতে কর্মরত কর্মীদের বিষয়ে জানতে কোম্পানির অফিস, স্টোর ও লেবার ক্যাম্প পরিদর্শন করেন। কোম্পানিটিতে কর্মরত বাংলাদেশি কর্মীরা শ্রম কাউন্সিলরকে পেয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

তারা বলেন, কনস্যুলেট থেকে আমাদের খোঁজ নেওয়ায় আমরা আনন্দিত। এখানে আসায় কনস্যুলেট টিমকে ধন্যবাদ।

শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বসবাসরত সব বাংলাদেশি কর্মীর খোঁজ রাখা। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সরকার সহ  কনসুলেটের আইন সহায়তাকারী আব্দুল খালেক ও মমিনুল ইসলাম।

আপনি আরও পড়তে পারেন