চাঁদপুর জেলা প্রশাসনকে অক্সিজেন সিলিন্ডার দিল সেনাবাহিনী

কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে করোনাকালীন সহায়তা হিসেবে চাঁদপুরে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন।

মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন বলেন, দেশের দুর্যোগকালীন প্রতিটি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে সব সময় প্রস্তুত রয়েছে। তাই এই করোনাকালেও বাংলাদেশ সেনাবাহিনী অসুস্থ, পীড়িত এবং কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতের মতো এখনো বাংলাদেশ সেনাবাহিনী তাদের জীবনবাজি রেখে মাঠে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান , কুমিল্লা সেনানিবাসের এডিএমএস কর্নেল ইমরুল কায়েস চৌধুরী  , এসএমআই কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার মো. আদিল চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. হাবিব উল করিম প্রমুখ।

মতবিনিময় সভা ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ শেষে চাঁদপুর শহর পরিদর্শন করেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন।

 

আপনি আরও পড়তে পারেন