সিলেটে ৭৫৮ জন শনাক্তের দিনে মৃত্যু ১৬

সিলেটে ৭৫৮ জন শনাক্তের দিনে মৃত্যু ১৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৭ নমুনা পরীক্ষা করে নতুন ৭৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ১৬ জন।

শুক্রবার (০৬ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৪৬৫ জন, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৫১ এবং মৌলভীবাজারে ১৯১ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ২১৯ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৯৪৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ১১৩ জন, হবিগঞ্জে ৫ হাজার ৩০০ জন এবং মৌলভীবাজারে ৬ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৬ মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩ জন সিলেট জেলার, একজন হবিগঞ্জ ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৮৭ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন এবং মৌলভীবাজারের ৬২ জন রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন