বাংলাদেশকে আরও ১১.৪ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ১১.৪ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আরও ১১.৪ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত আমেরিকান রেসকিউ প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশকে এ সহায়তা দিচ্ছে দেশটি।

সোমবার (৯ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া এই সহায়তা জীবন-রক্ষাকারী মেডিকেল সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ এবং দেশজুড়ে কার্যকর করোনা টিকাদান কার্যক্রম ত্বরান্বিত করতে সহায়তা করবে। এছাড়াও নতুন এই সহায়তা বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসের সংক্রমণ কমানোর লক্ষ্যে নেওয়া কার্যক্রম জোরদার করতে সাহায্য করবে। পাশাপাশি রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান ও সেবাযত্নের মান বাড়াতে ভূমিকা রাখবে।

করোনা মোকাবেলায় বাংলাদেশকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ৯৬ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে বলে এতে উল্লেখ করা হয়। দূতাবাস জানায়, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে এখন পর্যন্ত ৯৬ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫৫ মিলিয়ন ডোজ মডার্নার টিকা উপহার দিয়েছে।

এ প্রসঙ্গে রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, এটি বাংলাদেশকে করোনা মোকাবিলায় আমাদের দেওয়া চলমান সহায়তারই অংশ। বাংলাদেশের করোনা মোকাবিলা কার্যক্রমে সহায়তাকারী সর্ববৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র। মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই বিশেষ চ্যালেঞ্জিং মুহূর্তে আমাদের অংশীদারিত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

 

আপনি আরও পড়তে পারেন