বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী।

বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী।
মোঃমাসুদ আলম, রাজশাহী জেলা প্রতিনিধি :

আজ ১৫ আগষ্ট। জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শুত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙ্গালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্চিত -বন্ঞ্চিত নিপীড়িত মানুষের মহাননেতা,বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙ্গালির নিরন্তন প্রেরণার উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্হাপতি,সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। জাতি ধর্ম -বর্ণ নির্বিশেষে গভীর শ্রদ্ধার সাথে দিবসটি পালন করে। তবে এ বছর বৈশ্বিক করোনা মহামারীর কারনে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালন করেন। পূর্ব ঘোষিত কর্মসূচীর আলোকে  গোদাগাড়ী উপজেলা আওয়ামিলীগসহ অন্যান্য  অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দোয়া ও আলোচনা সভায় অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী তানোর( ১) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, আলহাজ্ব মোঃওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তানোর উপজেলায় জনাব, মোঃ গোলাম রব্বানী, সভাপতি তানোর উপজেলা আওয়ামী লীগ, এর সভাপতিত্বে জনাব, মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব, এ্যাডঃ মকবুল হোসেন খান,সাবেক সহ-সভাপতি রাজশাহী জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ শরীফ খান, সহ-সভাপতি,রাজশাহী জেলা আওয়ামী লীগ, মোঃ খাদেমুল নবী, চৌধুরী, সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,  আব্দুস সালাম, সদস্য জেলা পরিষদ, রাজশাহী, ইমরুল হক, মেয়র, তানোর পৌরসভা, রফিকুল সরকার পাপুন,জাইদুর রহমান, রাজিব সরকার হিরো, আরিফুজ্জামান বাচ্চুসহ আরও অনেকে।এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী জেলার প্রতিটি কেন্দ্রে সূর্যোদয়ের সাথে সাথে  অর্ধনির্মিত পতাকা উত্তোলন, কোরআন খতম ও বাদ যোহর নামাজের পর মুসল্লীদের নিয়ে  বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। গোদাগাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার জনাব, মোঃআব্দুল  ওয়াদুদ এর নেতৃত্বে গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদে সম্মানিত ইমাম মহোদয়দের নিয়ে কোরআন খতম, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনি আরও পড়তে পারেন