রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের  মুন্সি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর জেলার টঙ্গী বোর্ডবাজার এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেটকার চালক আলমগীর হোসেন, চাঁদপুর জেলার সেনাবাহিনীর কারপ্রিন্টার আজাদ হোসেন ও আনোয়ারের ছেলে রফিকুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত ১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে কাঞ্চনমুখী প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৫-৬৭৮০) ও গাউছিয়ামুখী দ্রুতগতির ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-২৮৫৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সেপক্টর (টিআই) সালাহ উদ্দিন জানান, নিহতদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন