জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১ হাজার টাকা জরিমানা আদায়

জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১ হাজার টাকা জরিমানা আদায়

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ১৮ ই আগষ্ট রোজ বুধবার  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ভবের বাজারে বাজার মনিটরিং করা হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভবের বাজারস্থ সুমাইয়া স্টোরকে ৩ হাজার টাকা, কুলসুম স্টোরকে ৩ হাজার টাকা ও মালামাল এর মূল্য তালিকা বোর্ড না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৩ সুনামগঞ্জ এর ডিএডি আহমদ আলী, এএসআই প্রদীপ, এফএস সদস্য আরাধন,আলিম ও আল-আমীন প্রমূখ।
জরিমানা আদায় এর সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, ভবের বাজার এর তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছি।

আপনি আরও পড়তে পারেন