সীতাকুণ্ডে কেওড়া বনে পড়ে ছিল মৃত ডলফিন

সীতাকুণ্ডে কেওড়া বনে পড়ে ছিল মৃত ডলফিন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বগাচতর সাগর উপকূলের সংরক্ষিত উপকূলীয় বন থেকে মৃত একটি ডলফিন উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। শুক্রবার উপকূলীয় বনের দক্ষিণ বদরখালী এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয়ের বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান বলেন, ধারণা করছি ডলফিনটি সাত-আটদিন আগে মারা গেছে। কীভাবে মারা গেছে তা এখনো বুঝতে পারছি না।

তিনি বলেন, বগাচতর বিটের উপকূলীয় কেওড়া বনের দক্ষিণ বদরখালী এলাকায় বনায়নের কাজ চলছে। সেজন্য ওই এলাকায় টহলে গিয়েছিলাম। তখন দূর থেকে দেখি একটি প্রাণী মরে পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম গরু বা অন্য কিছু। পরে কাছে গিয়ে দেখলাম মৃত ডলফিন। এটি সাড়ে ছয় ফুট লম্বা। কাছেই মরদেহটি মাটি চাপা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, জেলেদের মাছ ধরার জালে আটকে ডলফিনটির মৃত্যু হতে পারে। আবার বয়সের কারণেও এরা অনেক সময় মারা যায়। জোয়ারের পানিতে ভেসে মৃত ডলফিনটি সাগরের তীরে বনে চলে এসেছে।

আপনি আরও পড়তে পারেন