বগুড়ায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি

বগুড়ায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি

বগুড়ায় যমুনার নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বিকেল ৩টায় যমুনার নদীর মথুরাপাড়া স্টেশন সূত্রে জানা যায়, যমুনার পানি ১৬ দশমিক ৭১ সেন্টিমিটার দিয়ে বইছে।

এ পয়েন্টে যমুনার নদীর বিপৎসীমার ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। সেই হিসেবে বিকেল ৩টায় বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টায় বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা ১২টায় বিপৎসীমায় পানি প্রবাহিত হতে শুরু করে।

বিকেল ৩টায় জেলার মথুরাপাড়া যমুনা নদীর স্টেশনে দেখা যায়, বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে যুমনা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এখন যমুনার নদীর পানি ১৬ দশমিক ৭১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সারিয়াকান্দিতে দায়িত্বে থাকা গেজ রিডার পরশুরাম জানান, যমুনা নদীতে পানির উচ্চতা ছিল সকাল ৬টায় ছিল ১৬.৬৬ মিটার, যা বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু বিকেল ৩টায় তা অতিক্রম করে ১৬.৭১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। যা বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গত বছর কামালপুর ইউনিয়নের ভাঙনকবলিত এলাকার ৩০০ মিটারে জিওব্যাগ ফেলা হয়েছিল। এ বছর ৩০ মিটারে জিওব্যাগ ফেলা হয়। যমুনা খরস্রোতা নদী। কয়েকদিন ধরেই নদীতে পানি বাড়তে শুরু করেছে।

আপনি আরও পড়তে পারেন