শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি :  সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, পার্শ্ববর্তী বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সোমা প্রমানিকের ছেলে আলামিন হোসেন(৪২) ও নাকালিয়া গ্রামের রফিক প্রমানিকের ছেলে মোস্তফা(৪৫) ।
ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার এসআই রঞ্জু জানান, গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারি নামক স্থানে শাহজাদপুর থেকে বেড়াগামী একটি মোটর সাইকেলকে একটি বাস পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায় । এসময় মোটর সাইকেল আরোহী আলামিন হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মোটরসাইকেলের আরেক আরোহী মোস্তফার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে মৃৃত্যু হয় । এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি । মৃত দেহ দুইটি পাবনা মাধবপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন