বিরামপুরে ইভটিজিং, বাল‍্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা

বিরামপুরে ইভটিজিং, বাল‍্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা
মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ২৮ ও ২৯ আগস্ট, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুই দিন ব‍্যাপী বিরামপুর উপজেলার জনপ্রতিনিধি, কাজী ও ইমাম, পুরোহিত, শিক্ষক এবং সাংবাদিকদের সমন্বয়ে ইভটিজিং, বাল‍্য বিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন‍্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) -এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি কর্মশালাটি বাস্তবায়ন করে। একদিনে ৬০জন করে দুইদিনে ১২০জন নির্ধারিত পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা, বক্তৃতা ও ভিডিও প্রদর্শন করা হয়। এতে ইভটিজিং, বাল‍্য বিবাহ ও নারী নির্যাতনের ফলে স্বল্প ও দীর্ঘ মেয়াদী মানসিক, শারীরিক প্রভাব/প্রতিক্রিয়া এবং এর থেকে উত্তরণের উপায়, এসব রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনপ্রতিনিধি, কাজী ও ইমামদের করণীয়, বাল‍্যবিবাহের পরিস্থিতি, কুফল ও প্রতিরোধে করণীয়, নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য এবং সহিংসতার কারণ ও প্রভাব, ইভটিজিং, যৌতুক, যৌন হয়রানি ও বাল‍্য বিবাহ নিরোধ আইন বিষয়ে ধারা, ইসলামের দৃষ্টিতে ব‍্যাখ‍্যা বিষয়ক বিস্তারিত আলোকপাত করা হয়।
কর্মশালায় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ শোভন, অধ‍্যক্ষ ডক্টর নুরুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আপনি আরও পড়তে পারেন