পদ্মার ৩৭ কেজির বাঘাইড় ৪৮ হাজারে বিক্রি

পদ্মার ৩৭ কেজির বাঘাইড় ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া চর কর্ণেশনা কলাবাগান এলাকার পদ্মা নদী থেকে মানিকগঞ্জের জাফরগঞ্জের জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে গোবিন্দ হালদার সকাল ৯টার দিকে মাছটি বিক্রির উদ্দেশে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকায় কিনে নেন। পরে চান্দু মোল্লা মাছটি বেশি দামে বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে ঘাটে এসে দেখি একটি বড় বাঘাইড় নিলামে উঠেছে। পদ্মার মাছের প্রতি মানুষের চাহিদা বেশি। তাই সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনি। আশা করছি বেশ লাভে বিকেলের মধ্যেই মাছটি বিক্রি করতে পারব।

জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, পদ্মায় আজকাল নিয়মিত বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি।

আপনি আরও পড়তে পারেন