২৬ দিন পর বসছে মন্ত্রিসভার বৈঠক

প্রায় একমাস পর বসছে মন্ত্রিসভার বৈঠক। সোমবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণত প্রতি সপ্তাহের সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়। এর আগে সবশেষ গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

ওইদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যুক্ত ছিলেন।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মসূচিতে জানানো হয়, সোমবার সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। শুক্রবার (১ অক্টোবর) রাতে দেশে ফেরেন তিনি।

আপনি আরও পড়তে পারেন