মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা – অশ্রুঝরা ৭১

মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা – অশ্রুঝরা ৭১

জাহিদুল ইসলাম পিয়াস

 

আঁখিতে অনল জ্বলিছে স্বজল,

অভিনব সেই বাণী।

তিমির ছায়ার ব্যাকুল যে মন,

অগোচর চোখের পানি।

অকাতর তার মুখের বাণী,

ছুয়ে দিল মোর হৃদয় খানি।

আজ্ঞা যে তার নয়তো প্রহাস,

দেশ হতে করব শত্রু বিনাশ।

শত্রু মোদের পাক হায়নারা,

নয়তো মানুষ পশু তারা।

ডাক এল ঐ মহান নেতার,

দেখিনি তাহা ছিল যে, বেতার।

হবেনা রক্ষা দুশমনদের,

দেশটাই তো আমাদের।

ঐক্য হল কৃষক শ্রমিক,

রাখবে নাকো হায়নার হদিস।

প্রয়োজন হলে দিবো রক্ত,

দেশটা করব হায়না মুক্ত।

চোখে মোদের অগ্নিশিখা,

তারা মেরেছে কতো শিশুর পিতা।

দিয়েছে অনল ভিটেখানিতে,

হায়নারা তা করেছে বটে।

সর্বশান্ত হয়েও মোরা,

ছাড়বো নাকো আপন ধরা।

তৈরি হল রণক্ষেত্র,

রহেনি বেশি ছয় মাস মাত্র।

ছেড়ে এসেছি পিতা-মাতা স্বজন,

দেশ হতে করেছি হায়না দমন।

জয় বাংলা বলতে ভুলিনি,

এটাই মোদের স্বাধীনতার অশ্রুঝরা কাহিনী

আপনি আরও পড়তে পারেন