একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নওগাঁ জেলা শাখার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নওগাঁ জেলা শাখার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ

দেশব্যাপী পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নওগাঁ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নওগাঁ জেলা শাখার সভাপতি ডা: ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসরাফিল খান বাপ্পির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার নওগাঁ জেলার নির্বাহী সভাপতি মৌসুমী সুলতানা শান্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির নওগাঁ জেলার সহ-সভাপতি আরাফাত হোসেন জেমস, শুভ হোসেন লিওন, সহ-সাধারণ সম্পাদক মিঠু বাদশা, মিনহাজুল রসি, বদলগাছী উপজেলার সাধারণ সম্পাদক তুষার সিং পাপ্পু, অর্থ সম্পাদক সোহানুর রহমান শোভন, সাংস্কৃতিক সম্পাদক শেখর পাল, সহ-সম্পাদক আমান পারভেজ বাঁধন, কার্যনির্বাহী সদস্য মোঃ মোমিন মন্ডল,ইমন হোসেন, সুমন হোসেন,আবু তালহা, মৃদুল রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্কর বঙ্গবন্ধুর সংবিধান ফরিয়ে দতে, মওদুদিবাদ, ওহাবিবাদ ও ধর্মের নামে রাজনীতি অবিলম্বে বন্ধ করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করার আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন