সোনারগাঁও প্রতিনিধিঃ
সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে বুধবার ভোর সকালে শাওন নামে এক ডাকাতকে আটক করেছে এলাকাবাসী।
জানা যায়, উপজেলার পিরোজপুর গ্রামে ডাকাত শাওন ও তার সঙ্গীরা একাধিক বাসায় ডাকাতির সময় হাতেনাতে ধরে স্থানীয় এলাকাবাসী। এসময় তার সাথে থাকা অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এলাকাবাসী ডাকাত শাওনকে আটকে গাছের সাথে বেধে রাখে।
ডাকাত শাওন উপজেলার পিরোজপুর গ্রামের মনির মিয়ার ছোট ছেলে।
স্থানীয় এলাকাবাসীর বরাতে জানা যায়, ডাকাত শাওন ও তার বড় ভাই সাগর দীর্ঘদিন যাবত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই করে আসছে৷ তাদের ডাকাতচক্র প্রতিরাতে পিরোজপুরগ্রাম সহ উপজেলার বিভিন্ন এলাকার বাড়িতে ডাকাতি করে। এর আগেও তার বড় ভাই ও সে সহ তাদের ডাকাতচক্র একই গ্রামের নজরুল ইসলামের বাসায় গভীর রাতে ডাকাতি করে মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এছাড়াও এলাকাবাসী আরো জানান, এই ডাকাত চক্রটি মাদকাসক্ত ও মাদক কারবারীদের সাথে প্রতক্ষ্যভাবে জড়িত। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রতিদিনই গভীর রাতে তারা কারো না কারো বাসায় ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।
প্রতিবারই এলাকাবাসী তাদের ধরে পুলিশে দিলে অদৃশ্য শক্তির ছায়ায় সপ্তাহ খানেক পর জামিনে বের হয়ে আসে বলে এমন অভিযোগ ও পাওয়া গেছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় মধ্যরাতে এলাকাবাসী ফোন দিলে এস আই মাসুদ ঘটনাস্থলে আসে।
এই সময় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব হাফিজুর রহমান বলেন, শাওনের নামে একাধিক মামলা রয়েছে এবং আজও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। শাওন ডাকাতকে আমরা নারায়ণগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হবে।