দোহারে শেখ রাসেল দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

দোহারে শেখ রাসেল দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি,
ঢাকার দোহার উপজেলায় জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে আন্তঃ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলা পরিষদের আয়োজনে শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৮টি দলে বিভক্ত হয়ে “’৭৫’ হত্যাকাণ্ডের কারণেই যথাসময়ে বাংলাদেশের অর্থনীতির ভীত মজমুত হয়নি” এ বিষয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক করে।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি, ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিন, দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বেপারী ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন-সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

আপনি আরও পড়তে পারেন