মন্দির থেকে কালী প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা

মন্দির থেকে কালী প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা
(খোকন মাহমুদ, বগুড়া প্রতিনিধি)
বগুড়ার ধুনট উপজেলায় মন্দির থেকে কালী প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত কোন ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা কালী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সুলতানহাটা গ্রামের সুরেশ চন্দ্র দেবনাথ জানান প্রায় শত বছর ধরে ওই গ্রামের কালী মন্দিরে কালী পূজা হয়ে আসছে। পূজার আগে নতুন প্রতিমা তৈরি করা হয়। পূজা শেষ হলেও বছর জুড়ে মন্ডপে থাকে কালী প্রতিমা। গ্রামের লোকজন মন্ডপের সামনে দিয়ে যাওয়া আসার সময় কালীকে মাকে প্রনাম করেন।
মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র শীল বলেন শনিবার সকাল ৯টার দিকে রাজিব শীল নামের গ্রামের এক যুবক মন্ডপের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় সে মা কালীকে প্রনাম করতে গিয়ে দেখেন কালী প্রতিমার মাথা নেই। তারপর সে বিষয়টি গ্রামের অন্যদের অবগত করেন। আমরা সবাই মিলে চারপাশে মাথার অংশ খুঁজে পাইনি। বিষয়টি ৯৯৯ -এ কল দিয়ে জানানো হয়।
এদিকে বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার সাহা, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনি কুমার সাহা। তাঁরা স্থানীয় হিন্দু-মুসলমান লোকজনের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে দুপুর ২টায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ওই গ্রামের নির্মলা বালা মন্দিরে কালীর বিসর্জন পক্রিয়া সম্পন্ন করেন। তিনি ধুনট বার্তা‌কে বলেন, মা কালীর কাছেই বিচার দিয়েছি। তিনি নিশ্চয় এর সঠিক বিচার করবেন।
মন্দিরে বিসর্জন পক্রিয়া শেষে সনাতন ধর্মালম্বীরা প্রতিমাটি আড়কাটিয়া গ্রামে ইছামতি নদীতে বিসর্জন দেন।
ওই গ্রামের মৃত্তিকা দেবনাথ বলেন, দীর্ঘদিন এখানে পূজা হয়। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার সঠিক বিচার চাই।
ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা ধুনট বার্তা‌কে বলেন, ওই গ্রামের হিন্দু-মুসলমান মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি রয়েছে। সেখানে প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে যাবার ঘটনা অপ্রত্যাশিত। আমরা ঘটনাটির তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, কে বা কারা কালী প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে গেছে। তবে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আমরা ঘটনাস্থলে পৌছে গ্রামের হিন্দু ও মুসলমান ধর্মালম্বীদের সঙ্গে কথা বলেছি। মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পর তারা প্রতিমাটি বিসর্জন দিয়েছেন। এক প্রশ্নের জবাবে ধুনট বার্তা‌কে তিনি বলেন, মন্দির এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি আরও পড়তে পারেন