জেল হত্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর আ,লীগ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল

জেল হত্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর আ,লীগ এর আলোচনা সভা ও দোয়া মাহফিল

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উদযাপন উপলক্ষে
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩রা নভেম্বর। পচাত্তর সালের এই দিনে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল এর ইশারায় দেশদ্রোহী  বিপথগামী সেনা কর্মকর্তা কর্তৃক ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিলেন বাংলাদেশ এর স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর সেনানী সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ তাজউদ্দিন আহমদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী। নির্মম হত্যাকান্ডের শিকার এই জাতীয় চার নেতা স্মরণে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ।  অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মশাহিদ, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা শাখা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক মোঃ ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মামুন ও পৌর আওয়ামী লীগ এর সাংগঠনিক শসী গোপ প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

আপনি আরও পড়তে পারেন