খাগড়াছড়ির গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলায় শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

খাগড়াছড়ির গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলায় শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি জেলার গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১১ নভেম্বর বৃহস্প্রতিবার উৎসবমূখর পরিবেশে,শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।৮টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একজন বিদ্রোহী প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্প্রতিবার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হলে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ও তবলছড়ি ইউনিয়নের কোথাও কোথাও বিচ্ছিন্ন সংঘাতের ঘটনা ঘটেছে। মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীথ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম ভুইয়ার সমর্থকরা মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেনকে দুই দফা মারধর করার অভিযোগ উঠে।
মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. পেয়ার আহাম্মদ মজুমদার ৫৪৬৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবীল পেয়েছেন ১০৬০ ভোট। তবলছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম ভুইয়া ৫০৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ পেয়েছেন ৫০২০ ভোট। বড়নাল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছ ২৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত মো. ইউনুছ মিয়া পেয়েছেন ২০৫৮ ভোট। আমতলী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: আবদুল গনি নৌকা প্রতীক নিয়ে ৩১১১ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. জমির আলী ভূইঁয়া পেয়েছেন ১৮২৬ ভোট। গোমতি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. তফাজ্জল হোসেন নৌকা প্রতীক নিয়ে ৫০৮১ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তশান চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন পেয়েছেন ২২১৭ ভোট। বেলছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. রহমত উল্ল্যাহ নৌকা প্রতীক নিয়ে ৫৯১০ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. মামুন মিয়া পেয়েছেন ৯১৮ ভোট। মাটিরাঙা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হেমেন্দ্র ত্রিপুরা নৌকা প্রতীক নিয়ে ৪০১২ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ত্রিপন জয় ত্রিপুরা পেয়েছেন ২১০০ ভোট।
অন্যদিকে গুইমারা উপজেলার ১নং গুইমারা ইউনিয়নে নির্মল নারায়ন ত্রিপুরা (নৌকা) প্রতীক নিয়ে ৫২০৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংজরী মারমা (আনারস) প্রতীক নিয়ে ২৪১৬ ভোট পেয়েছেন।২নং হাফছড়ি ইউনিয়নে মংশে চেšধুরী  (নৌকা) প্রতীক নিয়ে ৪৮৭৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিদ্রোহী) প্রার্থী মো: আইয়ুব আলী(মোটরসাইকেল) পেয়েছেন ৩০১৩ভোট।৩নং সিন্দুকছড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রেদাক মারমা ২৪৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  (স্বতন্ত্র) সুদুঅং মারমা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৫৩ ভোট।
এদিকে-খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, শান্তিপূর্ণ ভোটে বিচ্ছিন্ন কিছু অপতৎরতা কোন ধরনের সহিংসতার রূপ নিতে পারেনী। গুইমারা ৩টি ও মাটিরাঙ্গা ৭টি সহ ১০ ইউপিতে ভোট গ্রহণে প্রশাসন তৎপর ছিল। আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে এবং কান ধরনের সহিসতা চেষ্টাকারীকে ছাড় নয় বলে জানিয়ে দেন পুলিশ সুপার।

 

আপনি আরও পড়তে পারেন