মটর সাইকেল কেনার বায়না কিনে চালাতে গিয়ে নিহত হলেন তিন বন্ধু

মটর সাইকেল কেনার বায়না কিনে চালাতে গিয়ে নিহত হলেন তিন বন্ধু

মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ঃ

 

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত হয়েছে। শুক্রবার ১২ অক্টোবর দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল বাছেদের ছেলে মকবুল হোসেন (২০) মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ আসাদুল ইসলাম (১৯) ও একই গ্রামের মোঃ ইলিয়াস হোসেনের ছেলে মোঃ রাকিব (১৭) ।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায় শুক্রবার ১২ অক্টোবর দুপুরে এরা ৩ বন্ধু মোটর সাইকেল নিয়ে বেড়াতে বেড় হয়। এরা উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয় এলাকায় আসলে দ্রæতগতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে স্কুলের দেয়ালে সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন । পরে স্থানীয়রা উদ্ধার করেভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানকার কর্তত্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।
পরিবার সূত্রে জানা যায় মৃত মোঃ রাকিব (১৭) । বৃহস্পতিবার ১২ অক্টোবর তার পবিবারের কাছে মোটর সাইকেল কেনার বায়না ধরে। পবিবারের লোকজন মোটর সাইকেল কিনে দিতে না চাইলে ধারালো ছুরি দিয়ে মকবুল হোসেন নিজের হাতেই আঘাত করে । সে আরো বলেন এখন হাতে আঘাত করেছি এরপর গলায় ছুড়ি দিয়ে আঘাত করবো। পরে তার বাবা মোঃ আব্দুল বাছেদ বাধ্য হয়েই মোটর সাইকেল কিনে দেন। শখের নতুন মোটর সাইকেল চালাতে গিয়ে অকালে ঝড়ে গেল ৩ প্রাণ।
এ বিষয়ে ভূঞাপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ৩ জনে লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তাতর করা হবে।

 

 

আপনি আরও পড়তে পারেন