কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের পক্ষে উঠান বৈঠক

কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের পক্ষে উঠান বৈঠক
দোহার প্রতিনিধি,
দোহারের কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ কাদের মন্ডল তার নির্বাচনী উঠান বৈঠক করেছেন।
২০শে নভেম্বর শনিবার সন্ধ্যায় কুসুমহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এই উঠান বৈঠক করেন তিনি।
এর আগে ইউনিয়নের ১নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন আঃ কাদের মন্ডল।
উঠান বৈঠকে কাদের মন্ডল বলেন, আপনারা সবাই আমাকে জানেন ও চিনেন, আমি কোন ঘুষ খাইনা, দালালী করি না। আমার সাধ্যমত আমি সবসময় জনগনের উপকার করার চেষ্টা করি। আমি যদি নৌকা প্রতীক পাই আপনারা সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে আ’লীগ সরকারের উন্নয়নের সাথে হাতে হাত রেখে কুসুমহাটি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমার ইউনিয়ন পরিষদে কোন ধরনের ঘুষ দালালী হতে দিবো না। জনগনের সেবা করাই থাকবে ইউনিয়ন পরিষদের কাজ।
এসময় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লাভলু মাদবরের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি কবি মুনসের আহমেদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হিরন মিয়া, মোসলেম উদ্দিন শিকদার, আয়ূব আলী, সায়েম মুন্সি,  সফি বেপারী সহ আরো কয়েকজন।

আপনি আরও পড়তে পারেন