রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ

বরাবরের মতোই তিনি চলতি মৌসুমেও দুর্দান্ত। রিয়াল মাদ্রিদের সবচেয়ে ভরসার নামও করিম বেনজেমা। তবে ক্লাবটির জন্য দুঃসংবাদ। গুরুত্বপূর্ণ দুই ম্যাচের জন্য ছিটকে যেতে পারেন ফরাসি তারকা।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১৭তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় বেনজেমাকে। পেশীতে চোট পান তিনি। এই কারণে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান ও লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার না থাকার সম্ভাবনা বেশি।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে ইন্টারের বিপক্ষে মাঠে নামবে তারা। অলৌকিক ঘটনা ছাড়া এই ম্যাচে বেনজেমা থাকছেন না। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরের ম্যাচেও তার থাকার সম্ভাবনা কম।

বল ছাড়াই দৌড়াতে গিয়ে বেনজেমা হ্যামস্ট্রিংয়ে চোট পান। পরে অবশ্য উঠেও দাঁড়ান। কিন্তু ২০ সেকেন্ড পরই মাঠ থেকে উঠে যান তিনি। মাঠে নামেন লুকা জোভিচ।

চলতি মৌসুমে ফ্রান্সের হয়ে সবগুলো ম্যাচেই মাঠে নেমেছেন বেনজমো। রিয়াল মাদ্রিদের হয়েও ১৯ ম্যাচের ১৮টিতে মাঠে নেমেছেন। এর মধ্যে ১৪টিতে খেলেছেন পুরো ৯০ মিনিট। চলতি মৌসুমে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ ১২ গোলও করেছেন তিনি।

 

 

আপনি আরও পড়তে পারেন