ভূঞাপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধিঃ ভটিামনি ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতপিাদ্য নয়িে টাঙ্গাইলরে ভূঞাপুরে ৩ দনি ব্যাপী ৬ থকে১ে১ মাস বয়সী শিশুদের নীল রঙরে ও ১২ থেকে ৮৯ মাস বয়সী শিশুদের লাল রঙরে ক্যাপসুল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইেনরে উদ্বোধন করা হয়।
শনবিার (১১ ডসিম্বের) সকালে টাঙ্গাইলরে ভূঞাপুর উপজলো স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা র্কমর্কতার র্কাযালয়ে জাতীয় ভটিামনি ‘এ’ প্লাস ক্যাম্পইেনরে উদ্বোধন করনে উপজলো নর্বিাহী অফসিার মোছা. ইশরাত জাহান।
এসময় উপস্থতিত ছিলেন-আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিশাদ সাঈদা, ডাঃ ওমর ফারুক ও স্বাস্থ্য পরিদর্শ কআব্দুল কাইয়ুম।
উল্লখ্যে, ভূঞাপুর উপজলোর ৬ থকেে ১১ মাস বয়সী শিশুদের ৩ হাজার নীল রঙরে ক্যাপসুল ও ১২ থকেে ৮৯ মাস বয়সী শিশুদের ২৯ হাজার লাল রঙরে ভটিামনি ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আপনি আরও পড়তে পারেন