পুঠিয়ায় ১০ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

পুঠিয়া উপজেলার বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জামাদানের শেষ দিন ছিল। পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাজুল ইসলাম (স্বতন্ত্র), গোলাম কিবরিয়া (স্বতন্ত্র), আ. রব (স্বতন্ত্র), আব্দুর রাজ্জাক দুলাল (স্বতন্ত্র), মামুনুর রশিদ (বাংলাদেশ ওয়াকার্স পার্টি) ও আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ)। এদিকে, সংরক্ষিত আসনের সদস্য পদে ১ নং ওয়ার্ডে নয় জন, ২ নং ওয়ার্ডে ছয় জন, ৩ নং ওয়ার্ডে পাঁচ জন এবং সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে পাঁচ জন, ২ নং ওয়ার্ডে ১৬ জন, ৩ নং ওয়ার্ডে সাত জন, ৪ নং ওয়ার্ডে ১০ জন, ৫ নং ওয়ার্ডে ১৩ জন, ৬ নং ওয়ার্ডে পাঁচ জন, ৭ নং ওয়ার্ডে চার জন, ৮ নং ওয়ার্ডে ছয় জন ও ৯ নং ওয়ার্ডে ছয় জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জানান, বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুর রাকিব (স্বতন্ত্র), এরশাদ আলী (স্বতন্ত্র), রাজিবুল হক (আওয়ামী লীগ) ও বদিউজ্জামান (স্বতন্ত্র)। এদিকে, সংরক্ষিত আসনের সদস্য পদে ১ নং ওয়ার্ডে তিন জন, ২ নং ওয়ার্ডে চার জন, ৩ নং ওয়ার্ডে চার জন এবং সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে চার জন, ২ নং ওয়ার্ডে ছয় জন, ৩ নং ওয়ার্ডে আট জন, ৪ নং ওয়ার্ডে পাঁচ জন, ৫ নং ওয়ার্ডে সাত জন, ৬ নং ওয়ার্ডে তিন জন, ৭ নং ওয়ার্ডে চার জন, ৮ নং ওয়ার্ডে চার জন ও ৯ নং ওয়ার্ডে চার জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়পত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ০৫ জানুয়ারি।

আপনি আরও পড়তে পারেন